Friday, May 17, 2024
রাজ্য​

শুধু রুশ ‘বান্ধবী’ নয়, ‘প্রভাবশালী’র দুর্নীতির টাকা পাচার হয়েছে আরও অন্তত ১৫ বিদেশিনির অ্যাকাউন্টে, দাবি ইডির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গতকয়েকদিন ধরে ‘রাশিয়ান বান্ধবী’ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইডির অভিযোগ, পশ্চিমবঙ্গের এক ‘প্রভাবশালী’র বিপুল পরিমাণ কালো টাকা পাচার হয়েছে রুশ বান্ধবীর অ্যাকাউন্টে। এবার ইডি সূত্রে খবর, একা ওই রুশ ‘বান্ধবীর’ কাছে নয়, ‘প্রভাবশালী’র দুর্নীতির টাকা পাচার হয়েছে আরও অন্তত ১৫ বিদেশিনির অ্যাকাউন্টে। 

ইডির অভিযোগ, তালিকায় রয়েছে বেশ কয়েক জন ফিলিপিন্সের বাসিন্দাও। একই কায়দায় টাকা রেখেছেন রাজ্যের আরও এক ‘প্রভাবশালী’ও। কমবয়সী এসব মহিলা দুবাই-সহ পশ্চিম এশিয়ায় বিভিন্ন পেশায় কাজ করেন। কমিশনের বিনিময়ে ভাড়া দেন তাদের ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট। ফাইভ স্টার হোটেলে নাচ-গানের আসরে তাদের সঙ্গে পরিচয় পশ্চিমবঙ্গের প্রভাবশালীদের।

ইডি জানিয়েছে, কমবয়সী এসব তরুণীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ থাকে যিনি টাকা রাখছেন, তার হাতে। ডেবিট কার্ড, চেকবই, নেট-ব্যাঙ্কিংয়েও ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ব্যাঙ্কের যাবতীয় নথি তাকে যিনি টাকা রাখছেন তার জিম্মায়।

ইডির দাবি, পশ্চিমবঙ্গের দু-এক জন ‘প্রভাবশালী’ নয়, এভাবে কালো টাকা বিদেশে পাঠানোর উদাহরণ ভারতে ভূরি-ভূরি। 

ইডির দাবি, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতির কয়েকশো কোটি টাকা ধাপে ধাপে বিদেশিনিদের অ্যাকাউন্টে জমা হয়েছে। বিষয়টির উপর গত বছর দেড়েক ধরে নজর রেখেছেন তারা। শ্রীঘ্রই ‘প্রভাবশালী’ ঘনিষ্ঠ হিসাবরক্ষক যিনি নিয়মিত বিদেশে যাতায়াত করেছেন, তাকে তলব করা হবে।