Sunday, May 5, 2024
কলকাতা

ফের মুখ পুড়ল তৃণমূলের, আদালতে কেন্দ্রীয় আবাস প্রকল্পে দুর্নীতির কথা স্বীকার করল রাজ্য সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতে ফের মুখ পুড়লো রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। আদালতে কেন্দ্রীয় আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) আর্থিক দুর্নীতির কথা স্বীকার করে নিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এক শুনানিতে আর্থিক দুর্নীতির বিষয়টি মেনে নেয় রাজ্য সরকার।

হাইকোর্টে দুর্নীতির কথা মেনে নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী দু’মাসের মধ্যে পুরো বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছিল, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভার অন্তর্গত লোধান গ্রাম পঞ্চায়েতে ১৯৭ জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত করা হয়। এই অভিযোগে আদালত মামলা দায়ের করা হয়। মামলাকারী নুরজার বেগমের অভিযোগ, ওই পঞ্চায়েতের অনেকেই কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাননি। তাঁদের বঞ্চিত করা হয়েছে। মোট ১৯৭ জনকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগে জানান তিনি।

মামলাকারীর আইনজীবী রামকৃষ্ণ ভট্টাচার্যের অভিযোগ, চলতি বছরের আগস্টে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল, ১৯৭ জনের নামে কেন্দ্রীয় প্রকল্পের বাড়ি আসা সত্ত্বেও তাঁদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ ওঠার পরে পরিদর্শক গিয়ে সরেজমিনে অভিযোগ খতিয়ে দেখেন।

অভিযোগ পরিদর্শক পরিদর্শন করে যাওয়ার পরেও ওই ১৯৭ জনের তালিকা উপরমহলে পৌঁছায়নি। এদিন মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবী স্বীকার করে নিয়েছেন যে, ওই ১৯৭ জনের আবাস যোজনার সুবিধা পাওয়া উচিত ছিল। কিন্তু প্রশাসনিক ত্রুটির জন্য সেটা হয়নি।

রাজ্য সরকারের তরফে আর্থিক দুর্নীতির অভিযোগ মেনে নেওয়ার পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী দু’মাসের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে স্থানীয় প্রশাসনকে। ওই ১৯৭ জন যাতে অবিলম্বে কেন্দ্রীয় আবাস যোজনার সুবিধা পায় তা দেখার নির্দেশ দিয়েছে স্থানীয় ব্লক প্রশাসনকে।