Friday, May 17, 2024
আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়াতে ধর্মবিরোধী মেসেজ শেয়ারের জের, খ্রিস্টান যুবককে মৃত্যুদণ্ডের সাজা দিল পাকিস্তানের আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ধর্ম অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ধর্মবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। শুক্রবার ২২ বছর বয়সী এক খ্রিস্টান যুবককে মৃত্যুদণ্ডের সাজা দিল পাকিস্তানের আদালত।

জানা গেছে, চার বছর আগে একটি মেসেজিং অ্যাপের মাধ্যমে ধর্মবিরোধী বার্তা শেয়ার করেছিলেন ওই যুবক। তার বাড়ি লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত বাহাওয়ালপুরের ইসলামি কলোনিতে।

ধর্মবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়। মামলা চলতে থাকে পাকিস্তানের একটি আদালতে। শুক্রবার ওই যুবককে দোষী সাব্যস্ত করে আদালত। মামলায় রায়ে ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানা ও মৃত্যুদণ্ডের সাজা দেয় আদালত।

উল্লেখ্য, পাকিস্তানে ধর্মবিরোধীর অভিযোগ উঠলেই উত্তেজিত হয়ে ওঠে সেদেশের জনতা। আইনত শাস্তির আগেই আইন নিজের হাতে তুলে নেন ধর্মান্ধ জনতারা।

চলতি বছরের ৭ মে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের একটি জনসভার সময় ধর্মবিরোধী মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করে একদল উত্তেজিত জনতা। তার আগে গত ২৪ মার্চ হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর্মবিরোধী বিষয় পোস্ট করার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। – Nation