Sunday, April 28, 2024
কলকাতা

বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ব্লাউজ ছিঁড়ে হেনস্তা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার সকাল থেকে শুরু হয়েছে কলকাতা পুরসভা ভোটগ্রহণ। বিভিন্ন কেন্দ্র থেকে নানা রকম অভিযোগ উঠে আসছে। বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ড থেকে বোমাবাজির অভিযোগ উঠেছে। টাকি হাইস্কুলের কাছে ৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের (Meena Devi Purohit) পোশাক দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে জোড়াবাগান এলাকায়। গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে।

এখানেই শেষ নয়, বিভিন্ন জায়গায় নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। কোথাও কোথাও আবার তৃণমূলের পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। মেটিয়াবুরুজ হাই স্কুলে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও তার দলবলের বিরুদ্ধে ছাপ্পা ভোট মারার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

এদিকে, কেন্দুয়া ১০১ নম্বর ওয়ার্ডে বুথ দখলের অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনার রিপোর্ট তলব করে রাজ্য নির্বাচন কমিশন।