Saturday, May 18, 2024
দেশ

ফের হবে অর্থনীতি পরীক্ষা, তবে অঙ্ক অনিশ্চিত

নয়াদিল্লি: বাতিল হওয়া পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল CBSE কর্তৃপক্ষ। দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা হবে ২৫ এপ্রিল। কেবলমাত্র দিল্লি ও হরিয়ানাতেই পুনরায় এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি, আগামী ১৫ দিনের মধ্যে দশম শ্রেণির অঙ্ক পরীক্ষার দিন ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় শিক্ষাসচিব অনিল স্বরূপ আগেই জানিয়েছিলেন, দশম ও দ্বাদশ শ্রেণির প্রশ্ন ফাঁস হলেও আপাতত আগামী ২৫ এপ্রিল গোটা দেশে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষাই নতুন করে নেওয়া হবে। শুধুমাত্র দিল্লি ও-হরিয়ানাতে। শিক্ষাসচিব জানান, ‘‘প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দশম শ্রেণির অঙ্ক প্রশ্ন ফাঁস হওয়াটা দিল্লি-সহ রাজধানী এলাকা এবং হরিয়ানার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই যদি পরীক্ষা হয়, ওই দু’টি রাজ্যেই হবে।” অঙ্ক পরীক্ষার তারিখ না জানানো হলেও জুলাই মাস নাগাদ এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।  আগামী ১৫ দিনের মধ্যে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রের খবর, প্রশ্ন ফাঁস কাণ্ডে এখনও পর্যন্ত অন্তত ৬০ জনকে জেরা করা হয়েছে। যে দশটি হোয়াট্সঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশ্ন ছড়িয়েছিল, তাদের অ্যাডমিন ছাড়াও ১৮ জন ছাত্র, বেশ কিছু অভিভাবক, কোচিং সেন্টারের মালিক এবং শিক্ষক এই তালিকায় রয়েছেন।

প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণির অর্থনীতি ও দশম শ্রেণির অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। হোয়াটসঅ্যাপেও প্রশ্ন ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। এরপরই ওই দুটি পরীক্ষা বাতিল করে CBSE কর্তৃপক্ষ।