Saturday, May 18, 2024
রাজ্য​

আমফানের ত্রাণ দুর্নীতিতে CAG-কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা: আমফানের ত্রাণ নিয়ে ব্যাপকহারে দুর্নীতি হয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যের বিভিন্ন গ্রামের মানুষ। দুর্নীতির অভিযোগ ওঠার অস্বস্তিতে খোদ মুখ্যমন্ত্রীরও। এবার আমফানের ত্রাণ দুর্নীতিতে কম্পট্রোলার অ্যান্ড অডিয়ার জেনারেল (CAG) -কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা আদালতের নির্দেশ, যারা ত্রাণ পেয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে। সকল ক্ষতিগ্রস্ত ত্রাণ পেয়েছেন কিনা তাও জানাতে হবে। সেই সাথে ত্রাণবণ্টন দুর্নীতিতে জড়িত সরকারি আধিকারিকদের খুঁজে বার করতে হবে। তাদের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে তাও জানাতে হবে।

তবে আদালতের তরফে ত্রাণ বণ্টনে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। রাজ্য সরকারকেও হলফনামা আকারে এ ব্যাপারে তাদের বক্তব্য জানানোর কথাও বলেছে হাইকোর্ট।

ঘূর্ণিঝড় আমফানে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে ২০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।

বিরোধীদের অভিযোগ, আমফানের ত্রাণ বণ্টনে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বদলে ত্রাণের টাকা লুটে নিয়েছে তৃণমূল নেতা ও তাদের ঘনিষ্ঠরা।