Saturday, May 18, 2024
খেলা

ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, কোন দল ফেভারিট?

ব্রাসিলিয়া: কোপা আমেরিকার ফাইনালে খেলবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। কলম্বিয়াকে পেনাল্টিতে পরাস্ত করে ফাইনাল নিশ্চিত করল মেসি ব্রিগেড। যার ফলে কোপা আমেরিকা টুর্নামেন্টে ১৪ বছর পর ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল। ২০০৭ সালে শেষবার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

২০২১ সালে কোন দল ফেভারিট? দেখে নিন পরিসংখ্যান:

রবিবার ভারতীয় সময় ভোর ৫ টা ৩০ মিনিট নাগাদ ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ২ বার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫ বার বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।

তবে টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল, ৩৪টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে। ২৫টি ম্যাচ ড্র হয়েছে।

কলম্বিয়া বনাম আর্জেন্টিনা পেনাল্টি শুট আউটের ফলাফল :

আর্জেন্টিনা:

লিওনেল মেসি – গোল (১-১)
রডরিগো ডি পল – গোল মিস (১-১)
পারদেশ – গোল (২-১)
লাউতারো মার্টিনেজ – গোল (৩-২)

কলম্বিয়া:

কুয়ান কুদরাদো – গোল (১-০)
ডেভিনসন স্যাঞ্চেজ -গোল মিস (১-১)
ইয়ারে মিনা – গোল (১-১)
মিগুয়েল বোরহা – গোল (২-২)
এডউইন কার্ডোনা – গোল মিস (২-৩)