Sunday, April 28, 2024
দেশ

১.৮ বিলিয়ন ডলার দিয়ে আমেরিকার থেকে ৬টি পোসাইডন বিমান কিনছে ভারত

নয়াদিল্লি: লাদাখ ইস্যুতে ভারত-চিনের মধ্যে এখনও উত্তেজনা অব্যাহত। এই পরিস্থিতিতে ভারত মহাসাগরেও আগ্রাসন চালানোর চেষ্টা করছে চিন। বেইজিংয়ের ‘দাদাগিরি’ রুখতে এবং দেশের উপকূলকে সুরক্ষিত করতে মার্কিন সংস্থা বোয়িংয়ের থেকে ৬ টি অত্যাধুনিক ‘পোসাইডন-৮ আই’ যুদ্ধবিমান (Boeing P-8 Poseidon Aircraft) কিনছে ভারত৷

সেনা সূত্রে খবর, ইতিমধ্যেই ১.৮ বিলিয়ন ডলারে ৬টি পোসাইডন কিনার জন্য আমেরিকার কাছে বরাত দিয়েছে ভারত। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে মার্কিন সরকারকে লিখিত দিয়েছে। জানা গিয়েছে, শ্রীঘ্রই এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবে ভারত-আমেরিকা।

জানা গিয়েছে, পোসাইডন-৮ আই বিমানগুলি সমুদ্রে বহু দূর পর্যন্ত নজরদারি চালাতে এবং সাবমেরিন ধ্বংস করেত সক্ষম৷ এই বিমানে রয়েছে নানাবিধ রাডার ও ইলেক্ট্রো-অপটিক সেন্সর, হারপুন ব্লক-২ মিসাইল ও এমকে-৫৪ লাইটওয়েট টরপিডো।

এর আগে মার্কিন সংস্থা বোয়িংয়ের কাছ থেকেই ২,১০০ কোটি টাকার বিনিময়ে এই ধরনের ৮টি বিমান কিনেছিল ভারত। এবার আরও অতিরিক্ত ৬টি যুদ্ধবিমানের জন্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারত৷