Friday, May 17, 2024
রাজ্য​

১১ ফেব্রুয়ারি কোচবিহারে রথের দড়ি টানবেন অমিত শাহ

কলকাতা: বিজেপির এবারের লক্ষ্য আসন্ন বিধানসভা ভোটে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা। সেই লক্ষ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। বাংলা বিজয়ের লক্ষ্যে ঝাপিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আসরে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীর পর এবার ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন নমো।

প্রধানমন্ত্রী সফরের আগে ও পরে রাজ্যে আসছেন মোদীর দুই সেনাপতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীর সভার একদিন আগে ৬ ফেব্রুয়ারি নদিয়া থেকে পরিবর্তন যাত্রার শুভসূচনা করবেন জে পি নাড্ডা। এরপর রাজ্যে এসে আগামী ১১ ফেব্রুয়ারি কোচবিহারে রথের দড়ি টানবেন অমিত শাহ।

তবে রাজ্যের শাসকদল রথযাত্রার অনুমতি দেবে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। গত সোমবার নবান্নে রথযাত্রার অনুমতি চেয়েছে বিজেপি। অনুমতির বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছি। অনুমতি না মিললে প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হবো। বিকল্প ব্যবস্থা নেব। আপাতত অনুমতি পাওয়ার অপেক্ষা করছি।

তবে গত লোকসভা নির্বাচনের আগেও রথযাত্রা বের করতে পারেনি বিজেপির। প্রথম রাজ্যের অনুমতি মেলেনি এবং পরে আদালতের নির্দেশে রথ বের করতে পারেননি বঙ্গ বিজেপি। এবারও রথযাত্রা বের করতে মরিয়া পদ্ম-শিবির।