Saturday, April 27, 2024
দেশ

২০২৪ লোকসভা ভোটে ৩০০ এর বেশি আসন জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। তবে বছর খানেক আগে থেকেই লোকসভা ভোটের প্রচার কার্যত শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন অসমের ডিব্রুগড়ে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০২৪ লোকসভা নির্বাচনে গোটা দেশে ৩০০টির বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।”

পাশাপাশি, অমিত শাহ সাহ দাবি করেন, অসমে ১৪টি আসনের মধ্যে ১২টিতে জিতবে বিজেপি। বাকি দুটি আসন পাবে শাহ এনডিএ-র শরিক দল অসম গণ পরিষদ ও ইউপিপিএল।

উল্লেখ্য, ২০১৯ লোকসভা ভোটে অসমে ৭টি আসনে জিতেছিল বিজেপি। এবার হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে বিজেপির টার্গেট ১২টি আসনে জেতা।

প্রসঙ্গত, ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৩০৩টি আসন জিতেছিল বিজেপি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গোটা দেশে বিজেপির ২২.৯ কোটি ভোট পেয়েছিল। যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিজেপি পায় ৪.২ কোটি ভোট। তার পরেই পশ্চিমবঙ্গ (২.৩ কোটি)। এর পর মধ্যপ্রদেশ (২.১ কোটি)। তালিকায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান, গুজরাত ও কর্ণাটক।