Sunday, May 19, 2024
দেশ

অমিতের বৈঠকে গলেছে বরফ, জোটেই থাকবে শিবসেনা

মুম্বাই: কোনও ভাবেই খোয়ানো যাবে না জোটসঙ্গী শিবসেনাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরর এই নির্দেশ পেয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বুধবার মুম্বাইয়ে বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ। অমিত-উদ্ধব বৈঠকে গলেছে বরফ, ২০১৯ এর আসন্ন লোকসভা নির্বাচনেও গতবারের মতো একসঙ্গে লড়াই করবে বিজেপি ও শিব সেনা। ৪৮ লোকসভা আসন বিশিষ্ট মুম্বাইয়ে বিজেপি লড়বে ২৬টি আসনে ও শিব সেনা লড়বে ২২টি আসনে। সূত্রের খবর, কেবল লোকসভা নয়, অমিত-উদ্ধব বৈঠকে আলোচিত হয়েছে ২০১৯-এ মুম্বাইয়ে বিধানসভা নির্বাচনের রূপরেখাও।

বুধবার শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। চেষ্টা করেন মানভঞ্জন করে ২০১৯-এ লোকসভা নির্বাচনে এনডিএ জোটকে রক্ষা করার। তবে তার আগেই বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করে শিব সেনা। মুখপত্র ‘সামনা’তে তাঁরা স্পষ্ট করে জানিয়ে দেয়, আসন্ন লোকসভা নির্বাচনে শিব সেনা একাই লড়বে। বিজেপির সাথে জোট করার প্রয়োজন পড়বে না তাঁদের। এরপর এনডিএ জোটের সমস্ত সঙ্গীদের বাড়ি বাড়ি গিয়ে মান ভাঙানোর কাজ করছেন স্বয়ং অমিত শাহ। কথা বলে শুনছেন তাঁদের অভাব, অভিযোগের কথা।

প্রসঙ্গত, বিরোধীদের জোটবদ্ধ হতে দেখে ২০১৮-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে নিজেদেরও ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। সেই লক্ষ্যে ‘Sampark for Samarthan’ নামক একটি নয়া উদ্যোগ গ্রহণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মুম্বাই সফরে রতন টাটা, লতা মঙ্গেশকর, মাধুরী দীক্ষিতের মতো ব্যক্তিত্বদের সঙ্গেও দেখা করেছেন বিজেপি সভাপতি।