Monday, May 20, 2024
রাজ্য​

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি, অথচ রাজ্য সরকার লিখছে ‘বাংলা আবাস যোজনা’: শুভেন্দু অধিকারী

দাঁতনে: বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক তরজা ততই বাড়ছে। একপক্ষ আরেক পক্ষকে আক্রমণ করেই চলেছে। রবিবার দাঁতনের সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাড়ি। অথচ রাজ্য সরকার লিখছে বাংলা আবাস যোজনা। ভিতরে ছিলাম, দেখে ঘেন্না হয়ে গিয়েছে। কিভাবে কেন্দ্রের প্রকল্পগুলির নাম পরিবর্তন করেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ১১ সালের পর তৃণমূল করতে এসেছে। ডায়মন্ড হারবারে সভা করে বলছে, নাড্ডাজির সভায় কম লোক এসেছে। বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। ওটা কর্মিসভা ছিল। আমাকে ডাকুন, লোক দেখিয়ে দেব। ১৬০০ বুথের মধ্যে ৩০০ বুথে জিতে তিন লাখ ব্যবধান হয়েছে। মনোনয়ন জমা দিতে পারেনি কেউ। সব অফিসের বাইরে জিহাদিদের বসিয়ে রেখেছিল।

এরপরেই শুভেন্দু অধিকারী জানান, তিনি ডায়মন্ড হারবারে সভা করবেন। এ বিষয়ে দলের বুথ সভাপতিকে বলেছেন বলেও জানান তিনি। এদিন জনসভা করার আগে আজ সাড়ে তিন কিলোমিটার রোড শো’ও করেন তিনি। তাঁর রোড শো’এ রীতিমতো জনজোয়ার দেখা যায়। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এ তো ট্রেলার। সিনেমা এখনও বাকি।

এদিকে, ডায়মন্ড হারবারের জনসভা থেকে অভিষেকের চাঁচাছোলা আক্রমণ, এক বাপের ব্যাটা হলে আগে ডায়মন্ড হারবারে জিতে দেখান। জিততে পারলে পুরো রাজ্য বিজেপির হাতে তুলে দেব।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ১৭ জুন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করেন। এই প্রকল্পের লক্ষ্য হল প্রত্যেকের জন্য বাসস্থান। নিম্ন আয় বর্গভুক্ত গোষ্ঠী/আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষ এবং মধ্য আয় বর্গভুক্ত গোষ্ঠী (MIG-১ ও ২) এই প্রকল্পের আওতায় পড়েন।