Thursday, November 13, 2025
দেশ

বিহারে নীতীশ কুমারের নেতৃত্বেই লড়বে বিজেপি: জে পি নাড্ডা

নয়াদিল্লি: বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতীশ কুমার। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এমনটাই জানিয়েছেন। নাড্ডা বলেন, বিহারে এনডিএ-র শরিক জনতা দল(ইউ), লোক জনশক্তি পার্টির সঙ্গে জোট গড়েই বিধানসভা ভোটে লড়বে বিজেপি এব‌ং জয়লাভ করব। জোটের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

নাড্ডা জানান, বিধানসভা ভোটে বিজেপির স্লোগান, ‘বিজেপি হ্যায় তৈয়ার, আত্মনির্ভর বিহার’। পাশাপাশি, এদিনের ভার্চুয়াল সভায় বিরোধীদেরকেও একহাত নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নাড্ডা কটাক্ষ করে বলেন, বিহার এবং দেশের অন্যত্র বিরোধীরা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে।

নাড্ডার অভিযোগ, বিরোধীদের না আছে কোনও নীতি, তেমনই জনগণের জন্য কাজ করার কোনও সদিচ্ছাও তাদের মধ্যে নেই। বিরোধীরা শুধু ক্ষুদ্র স্বার্থে সংকীর্ণ রাজনীতি করতেই ব্যস্ত। অন্য দিকে বিজেপিই একমাত্র দল যারা জনগণের আশাআকাঙ্খা পূরণ করে। বিহারে করোনা এবং বন্যা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, নভেম্বরে বিহারে বিধানসভা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে এদিন দলের রাজ্য কর্মসমিতির ভার্চুয়াল অধিবেশনে বক্তৃতা দেন জে পি নাড্ডা। বিহার বিধানসভায় মোট আসন ২৪৩টি।