Thursday, May 2, 2024
রাজ্য​

সিএএ কার্যকরের দাবিতে মোদীর সঙ্গে কথা বলবেন বঙ্গ বিজেপি সাংসদরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন বঙ্গ বিজেপি সাংসদরা (West Bengal BJP MLA)। এই সাক্ষাৎকারে বাংলার বিজেপি সাংসদ সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, রাজ্যের উন্নয়ন, ভোট-পরবর্তী হিংসার ঘটনা, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) সহ একাধিক বিষয় উত্থাপন করবেন তাঁরা।

উল্লেখ্য, প্রায় এক বছরের বেশি আগে আইনে পরিণত হয় সিএএ। কিন্তু এখনও পর্যন্ত এই আইন কার্যকর করা হয়নি। বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপির তরফে এর আগেও  প্রতিবাদ দেখানো হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে এই আইন বাস্তবায়ন করা থেকে দূরে থেকেছে কেন্দ্রীয় সরকার।

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুটা হলেও অখুশি ছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর না হওয়ায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেই ক্ষততে মলম লাগাতে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় বঙ্গ বিজেপি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখনই নয়, CAA লাগু করতে আরও সময়ের প্রয়োজন। জানা গেছে, এদিন CAA নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন তাঁরা।

পাশাপাশি, বঙ্গ বিজেপির অভিযোগ, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম বদলে নিজেদের বলে চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকা নিয়েও নয়ছয় করা হচ্ছে বলে অভিযোগ। এই সমস্ত বিষয় সংক্রান্ত একটি তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন বঙ্গ বিজেপি সাংসদরা।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বিজেপির সমস্ত সাংসদরা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি সহ একাধিক বিষয়ে একটি স্মারকলিপি জমা দেব।