Friday, May 17, 2024
রাজ্য​

এবার প্রাথমিক স্কুলে অঙ্ক-ইংরেজির ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা, শোরগোল রাজ্যজুড়ে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতের নির্দেশে বহু ভুয়ো শিক্ষকের চাকরি গেছে। গ্রুপ-সি এর দুর্নীতিতে চাকরি গেছে করণিকদেরও। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্কুল। জনবল সংকটে পড়েছে স্কুলগুলি। এদিকে, একাধিক মামলা হওয়ার দরুণ আটকে রয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া। এই মহাসংকট পরিস্থিতিতে প্রাইমারি স্কুলে অঙ্ক-ইংরেজির ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা। এমনটাই সিদ্ধান্ত বাঁকুড়া জেলা পুলিশের।

জানা গেছে, পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। এবার সিভিক ভলান্টিয়াররা প্রাথমিক স্তরের পড়ুয়াদের পড়াবেন।

বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে খবর, ‘অঙ্কুর’ প্রকল্পে জেলার জঙ্গলমহলের ৫টি থানার প্রতিটি অঞ্চলে একটি করে ও বাকি অন্যান্য থানাগুলিতে একটি করে মোট ১২৪ টি শিক্ষাকেন্দ্র চালু হবে। এইসমস্ত শিক্ষাকেন্দ্রে প্রাথমিক স্তরের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজি শেখাবেন সংশ্লিষ্ট এলাকার সিভিক ভলান্টিয়াররা।

বাঁকুড়া জেলা পুলিশের এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, ”শুনলাম সিভিক ভলান্টিয়ার দিয়ে অঙ্ক, ইংরেজি শেখানো হবে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সারা রাজ্য জুড়ে শিক্ষকের অভাব, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগ করতে পারছেন না।নিয়োগেও দুর্নীতি। এমন অবস্থা হলে সরকার চালানোর দরকার নেই, ছেড়ে দিন। তাইবলে কাউকে ভুল শেখানোর অধিকার নেই।”

শুধুমাত্র কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী নয়, এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেকেই। তথ্যসূত্র: এই সময়