বনভূমি বাড়াতে ১৭ সেপ্টেম্বর অসমে এক কোটি চারা রোপণ করা হবে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমে বনভূমি বাড়ানোর জন্য ১৭ সেপ্টেম্বর তিন ঘন্টায় এক কোটি চারা গাছ রোপণ করা হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার এই ঘোষণা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ‘অমৃত বৃক্ষ আন্দোলন’ প্রচারাভিযানের জন্য ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ এবং থিম সং চালু করেন। পাশাপাশি, বুধবার বনভূমি খাতে ‘ব্যবসা করার সুবিধা’র জন্য একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে।
অনুষ্ঠানে হিমন্ত বিশ্বশর্মা বলেন, বিপুল হারে বনায়ন অসমের সৌন্দর্যকে সমৃদ্ধ করবে, বনের আচ্ছাদন বাড়িয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করবে এবং বৃক্ষ-ভিত্তিক অর্থনীতির সাথে মানুষকে ক্ষমতায়িত করবে।
১৭ সেপ্টেম্বর, বিভিন্ন স্ব-সহায়ক গোষ্ঠী, ফ্রন্টলাইন কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী কর্মীরা তিন ঘন্টার মধ্যে এক কোটি বানিজ্যিকভাবে কার্যকর চারা রোপণ করতে একত্রিত হবে। যা নতুন রেকর্ড তৈরি করবে।
পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি বলেছেন, রাজ্য সরকার আগামী বছর থেকে সরকারি নার্সারিগুলিতে ৬ কোটি চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে।
তিনি আরও বলেন, “আমরা চাই মানুষ তাদের জমিতে বাণিজ্যিকভাবে টেকশই গাছ লাগাক। যাতে কাঠ-ভিত্তিক শিল্পের জন্য বন ধ্বংস না হয়।”
পাটোয়ারী আরো বলেন, সরকারি নার্সারিগুলোতে বাণিজ্যিক গাছ উৎপাদন হচ্ছে এবং এগুলো বিনামূল্যে দেওয়া হবে।