Saturday, May 18, 2024
দেশ

আশ্রমে ভিতরেই দিনের পর দিন শিষ্যাকে ধর্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড আসারাম বাপুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গুজরাটের গান্ধীনগর দায়রা আদালত মঙ্গলবার ধর্ষণের মামলায় স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে (Asaram Bapu) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এক প্রাক্তন শিষ্যা আসারামের বিরুদ্ধে বারবার ধর্ষণের অভিযোগ এনেছিলেন। অভিযোগ, যখন তিনি আহমেদাবাদের মোতেরাতে আসারামের আশ্রমে ছিলেন এখন তাকে লাগাতার ধর্ষণ করা হয়।

আসারামের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা, মহিলাদের সঙ্গে অপরাধমূলক কাজ করা, মারধর করা, ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।

আসারাম বাপুকে এক নাবালিকাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়েছে। ২০১৩ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। এখন তিনি যোধপুর কারাগারে রয়েছেন। বর্তমানে তার বয়েস ৮১ বছর। 

নির্যাতিতা মহিলার বোনকে ধর্ষণ ও জোর করে আটকে রাখার অভিযোগ উঠেছিল আসারামের ছেলের বিরুদ্ধে। আসারামের ছেলে নারায়ণ সাইকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুরাটের দায়রা আদালত।