Sunday, May 19, 2024
রাজ্য​

‘আমি কোনও অন্যায় করিনি’, ইডির ধমকে কেঁদে দিলেন অনুব্রত মন্ডল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ টালবাহানা শেষে জেরার জন্য অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে গেছে ইডি। বুধবার সকাল থেকে দিল্লিতে ইডির সদর দফতরে দফায় দফায় অনুব্রতকে জেরা করে ইডি। সূত্রের খবর, এদিন অনুব্রত ইডিকে বলেন, ‘আমি কোনও অন্যায় করিনি।’ তখনই জেরা চলাকালীন তাকে কড়া ‘ধমক’ দেয় ইডি আধিকারিকরা। এরপরেই নাকি কেঁদে ফেলেন অনুব্রত।

ইডি সূত্রে খবর, অনুব্রত ঘনিষ্ঠ সকলের বয়ানের রেকর্ড শোনানো হয় অনুব্রতকে। প্রথমে সবকিছু অস্বীকার করেন তিনি। কিন্তু মেয়ে সুকন্যা এবং প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বয়ান এড়াতে পারেননি অনুব্রত। তাদের বয়ান শুনেই কেঁদে দেন তিনি।

ইডি তার কাছে জানতে চায় গরু পাচারের মূল পাণ্ডা কে? কোথায় যেত গরু পাচারের টাকা?

জানা গেছে, অনুব্রতকে জেরার জন্য ৬ সদস্যদের টিম গঠন করা হয়েছে। এই টিমে রয়েছেন সংস্থার স্পেশাল ডিরেক্টর বিবেক আর ওয়াদেকার, স্পেশাল ডিরেক্টর রাহুল নবীন, সনিয়া নারাং, স্পেশাল ডিরেক্টর মনিকা শর্মা, সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা ও সোহান কুমার শর্মা।