Friday, May 17, 2024
বিনোদন

চারটি বিমানে করে ৭০০ জন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরালেন অমিতাভ বচ্চন

মুম্বাই: পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। বহুদিন ধরে মুম্বাইয়ে আটকে থাকা প্রায় ৭০০ জন পরিযায়ীকে উত্তরপ্রদেশে তাঁদের  বাড়িতে পাঠালেন বিগ বি। এজন্য ৪টি বিশেষ বিমানের ব্যবস্থা করেন অমিতাভ বচ্চন। বুধবার ওই বিশেষ বিমানে যাঁরা সওয়ার করেন তাঁদের চোখেমুখে ছিল বিমানে চড়ার মুগ্ধতা। সেইসাথে ছিল বলিউডের শাহেনশার প্রতি অসীম কৃতজ্ঞতা।

জানা গিয়েছে, পরিযায়ীদের বাড়িতে ফেরাতে বৃহস্পতিবারও আরও ২টি বিমানের ব্যবস্থা করা হয়। অমিতাভের ঘনিষ্ঠ সহযোগী রাজেশ যাদব  জানান, আরও পরিযায়ীদের ফেরাতে একটি ট্রেনের ব্যবস্থাও করতে চেয়ে ছিলেন অমিতাভ বচ্চন, কিন্তু সেটা পাওয়া যায়নি। অমিতাভের নির্দেশে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এবি কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজেশ যাদব পরে শ্রমিকদের বাড়ি পাঠাতে ফ্লাইটের ব্যবস্থা করেন।

বুধবার সকালে মুম্বাই থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ওই বিমানগুলি উত্তরপ্রদেশের এলাহাবাদ, গোরখপুর ও বারাণসী উড়ে যায়। তবে এবারই প্রথম নয়, এর আগেও পরিযায়ীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। প্রবীণ ওই অভিনেতা সম্প্রতি লখনউ, এলাহাবাদ, ভাদোহি-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামে প্রায় ৩০০ জন পরিযায়ীকে পৌঁছে দিতে ১০টি বাসের ব্যবস্থা করেছিলেন।

বুধবার ইন্ডিগোর একটি বিশেষ বিমানে করে মুম্বাই থেকে এলাহাবাদ বিমানবন্দরে পৌঁছে পরিযায়ী শ্রমিক গোলাম হাসান অমিতাভ বচ্চনকে এই সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি এর আগে কখনও কোনও বিমানে চড়িনি, তবে বচ্চন সাহেবের দয়ায় আমার পক্ষে এটা সম্ভব হল। লকডাউনের জেরে আমি মুম্বাইয়ে খুব খারাপ অবস্থায় আটকে ছিলাম। দীর্ঘ ৮ মাস পরে ঘরে ফিরছি।

মুম্বাই থেকে ফেরা আজমগড়ের বাসিন্দা মুকেশ মাধেসিয়াও বিগ বির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, আমি জানতে পারি, বচ্চন সাহেব বাড়ি ফিরতে ইচ্ছুক উত্তরপ্রদেশের এমন পরিযায়ীদের জন্যে বিমানের ব্যবস্থা করছেন। আমি একটি ফর্ম পূরণ করি। তারপরেই আমি বিমানের টিকিট হাতে পেয়েছি। গোটা বিষয়টি অবিশ্বাস্য ছিল।