Friday, May 17, 2024
দেশ

৩০ বছর জাতীয় পতাকা তোলাই যায়নি, এবার শ্রীনগরের সেই লালচকে ‘শহিদ স্মৃতিসৌধ’ গড়ছে মোদী সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের স্বাধীনতার পর লালচকে উড়তে দেখা গেছে পাকিস্তানের পতাকা। প্রজাতন্ত্র দিবস (Republoc Day) বা স্বাধীনতা দিবসে লালচকে জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে একাধিকবার ঝরেছে রক্ত। ৩৭০ ধারা বাতিলের পর বদলেছে সেই পরিস্থিতি। ৩০ বছর বাদে ২০২২ সালে লালচকে তোলা হয়েছিল ভারতের জাতীয় পতাকা। এবার শ্রীনগরের সেই লালচকে নিহত সেনা জওয়ানদের স্মরণে ‘শহিদ স্মৃতিসৌধ’ গড়ছে নরেন্দ্র মোদী সরকার। যার নাম দেওয়া হয়েছে ‘বলিদান স্তম্ভ’।

শনিবার শহিদ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘বলিদান স্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় অমিত শাহ বলেন, ‘জম্মু ও কাশ্মীরের শান্তির জন্য যেসকল বীর জওয়ানরা নিজেদের জীবন দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের এই শ্রদ্ধার্ঘ্য।’


উল্লেখ্য, অতীতে পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ‘শক্ত ঘাঁটি’ ছিল লালচকে। ১৯৯২ সালে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি মুরলী মনোহর জোশী লালচকে জাতীয় পতাকা তুললে গিয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং জঙ্গিদের বাধার মুখে পড়েছিলেন। তারপরে দীর্ঘ তিন দশক লালচকে ওড়েনি ভারতের তেরঙা।

এরপর ৩৭০ ধারা বাতিলের পরে ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে লালচকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতার পরে প্রথম বার প্রজাতন্ত্র দিবসে লালচকে ওড়ে ভারতের জাতীয় পতাকা।