Sunday, May 5, 2024
রাজ্য​

নাড্ডার কনভয়ে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র: অমিত শাহ

নয়াদিল্লি: ডায়মন্ড হারবার কর্মীসভায় যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। ইট নিক্ষেপ করায় গাড়ির কাচ ভেঙে যায়। বুলেটপ্রুফ গাড়িতে থাকায় প্রাণে বেঁচে যান তিনি। এই হামলার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অমিত শাহ। টুইটে তিনি লিখেছেন, বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির কনভয়ে আক্রমণ ঘটনা খুবই নিন্দনীয়। বিষয়টি নিয়ে কোনও নিন্দাই যথেষ্ট নয়। কেন্দ্রীয় সরকার এই আক্রমণকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এই সংগঠিত হামলার জন্য তৃণমূল সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষের কাছে জবাদিহি করতে হবে।

দিলীপ ঘোষের অভিযোগ, পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। হাতে আঘাত পাওয়া বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র অভিযোগ এই হামলা পিছনে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। তিনি বলেন, পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে, ভাইপোর গুন্ডারা পুলিশকেও ভয় পায় না।

বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবারে বিজেপির কর্মীসভায় যোগ দিতে যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। তাঁর কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি চালানো হয়। একাধিক বিজেপি নেতা ও সংবাদমাধ্যমের গাড়ির কাচ ভাংচুর করা হয়। এই হামলার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতা, তাঁদের নিরাপত্তারক্ষী এবং সাংবাদিক।