Wednesday, April 23, 2025
দেশ

কঠোরভাবে লকডাউন কার্যকর করতে দুধ আর ওষুধ ছাড়া বাকি সব দোকান বন্ধ আমদাবাদে

আমদাবাদ: দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মোট ৮৯ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩,৫৬১। দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৭৮৯ জন। এই পরিস্থিতে করোনা মোকাবিলায় আরও কঠোর হল গুজরাটের আমদাবাদ। জানা গেছে, শনিবার থেকে এই একই নিয়ম কার্যকর করা হবে গুজরাটের দ্বিতীয় বৃহত্তম নগরী সুরাটে।

প্রশাসনের তরফে নির্দেশ, দুধ আর ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকবে। এমনকি মুদিখানা, ফল-সবজির দোকানও বন্ধ রাখতে হবে। উল্লেখ্য, আমদাবাদে ৪,৪৩৫ জন মানুষ করোনা আক্রান্ত এবং মারা গিয়েছেন ২৭৩ জন। শহরে মৃত্যুর হার ৬.১ শতাংশ, সেখানে দেশে এই হার ৩.৩ শতাংশ। অর্থাৎ দেশের গড় মৃত্যুর হারের প্রায় দ্বিগুণ আমদাবাদে।

কঠোরভাবে লকডাউন বিধি কার্যকর করতে শহরে আরও পাঁচ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আমদাবাদ কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, ৭ মে থেকে ১৫ মে ভোর ৬টা অবধি দুধ ও ওষুধ ছাড়া বাকি সব দোকান বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সেলুন, মুদিখানা, ফল-সবজির দোকানও।


পাশাপাশি, শহরে বন্ধ থাকবে খাবার ও অন্যান্য জিনিসের হোম ডেলিভারিও। সুইগি, জোম্যাটো, ডমিনোজের মতো সংস্থাও খবার ডেলিভারি করতে পারবে না। ডেলিভারি কর্মীদের দ্বারাও ছড়াতে পারে করোনা, এই আশঙ্কাতেই সরকারের এই পদক্ষেপ।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে মুম্বাইতে অত্যাবশ্যকীয় জিনিস ছাড়া অন্যান্য দোকান খোলার অনুমতি প্রত্যাহার করা হয়েছে। বন্ধ করা হয়েছে মদের দোকানও। সামাজিক দূরত্ব না মানার পরিপ্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নেয়।