Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক প্রধান মারা গেছেন, ঘোষণা তালেবানের

কাবুল: আফগানিস্তানের উগ্রপন্থী ইসলামী জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গিয়েছে বলে মঙ্গলবার একটি রিপোর্টে জানিয়েছে তালিবান। বহুদিন ধরেই এই জালালুদ্দিন হাক্কানি অসুস্থ ছিল। দীর্ঘ রোগভোগের পর তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জালালউদ্দিন হাক্কানিকে আফগানিস্তানের একজন চিহ্নিত শীর্ষ জঙ্গি হিসেবে বিবেচনা করা হয়। হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানের তালেবান গোষ্ঠী ও আল-কায়েদার সঙ্গেও গভীরভাবে সংশ্লিষ্ট।

আফগানিস্তানের এ জঙ্গি নেতার মৃত্যুর খবর এর আগে বেশ কয়েকবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়। তবে সে সময় সংগঠনটির পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। এবারই প্রথম তার মৃত্যুতে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করল আফগান তালেবান। তবে তিনি কখন, কবে, কোথায় মারা গেছেন- সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। হাক্কানিকে আফগানিস্তানেই দাফন করা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রসঙ্গত, বিগত শতাব্দীর সত্তরের দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়। জঙ্গিগোষ্ঠীটিকে অর্থ ও প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ। ওসামা বিন লাদেন ও আবদুল্লাহ আজমের মতো উগ্রপন্থীরা শুরুতে এই হাক্কানি নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। ব্যক্তিগতভাবে জালালউদ্দিন হাক্কানি লাদেনের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন।

১৯৯৬ সালের তালেবান গোষ্ঠী আফগানিস্তানে ক্ষমতা দখলের পর জালালউদ্দিন হাক্কানি সরকারের উপজাতীয় বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। তবে ২০০১ সালে তালেবান ক্ষমতা হারানোর পর গোষ্ঠীটি ফের অস্ত্র হাতে তুলে নেয়।