Friday, May 17, 2024
বিনোদন

আদিপুরুষ সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা, ভরাডুবি সামলাতে টিকিটের দাম কমিয়ে দিল নির্মাতারা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এখনও দেশজুড়ে আদিপুরুষ সিনেমা নিয়ে বিতর্ক অব্যাহত। হিন্দুত্ববাদী সংগঠনগুলি সিনেমাটির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন তারা। অত্যন্ত নিম্নমানের সংলাপের জন্য দর্শকরাও মুখ ফিরিয়ে নিচ্ছে সিনেমাটি থেকে।

জানা গেছে, এসবের প্রভাব পড়েছে আদিপুরুষ সিনেমার ব্যবসার অঙ্কে। চলতি সপ্তাহে আদিপুরুষের ব্যবসা অনেকটাই কমে গেছে। ভরাডুবি বাঁচাতে টিকিটের দাম একধাক্কায় অনূকটাই কমিয়ে দিলেন ছবির নির্মাতারা। টিকিটের দাম কমিয়ে মাত্র ১৫০ টাকা করে দেওয়া হয়েছে।

তবে দেশজুড়ে প্রবল বিতর্কের মধ্যে কতটা ব্যবসা সফল হয় এই সিনেমা সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, সিনেমা মুক্তির প্রথম তিন দিনে গোটা বিশ্বে ৩০০ কোটি ব্যবসা করে এই সিনেমা। কিন্তু চতুর্থ দিনে ব্যবসা করে মাত্র ৩৫ কোটি!