Saturday, May 4, 2024
Latestখেলা

ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মোদী, দ্বিতীয় ধোনি, বলছে সমীক্ষা

নয়াদিল্লি: দেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্বের তালিকায় প্রথম স্থানে আছেন প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জনপ্রিয়তায় ধোনি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি, সচিন টেন্ডুলকারের মতো তারকাদের।

বেসরকারি সংস্থা ইউগভ সম্প্রতি তাঁদের সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটির ক্রীড়াবিদদের মধ্যে একে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জনপ্রিয়তায় লিওনেস মেসি রয়েছেন তাঁর পিছনে।

ইউগভ-এর সমীক্ষা অনুযায়ী, পুরুষদের মধ্য়ে ভারতের সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্বের তালিকায় প্রথম স্থানে আছেন মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন ৩৮ বছর বয়সী ধোনি। অন্যদিকে, বক্সার মেরি কমকে মহিলা হিসাবে সবচেয়ে বেশি মানুষ শ্রদ্ধা করেন।

ভারত সহ বিশ্বের ৪১টি দেশে এই সমীক্ষা চালানো হয়েছে। ছেলে ও মেয়েদের বিভাগে বিশ্বের সব থেকে প্রশংসিত ব্যক্তিত্বের খোঁজ করা হয়। তাতে ভারতীয়দের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছেন মোদী। নমো পেয়েছেন ১৬.৬৬ শতাংশ ভোট। ধোনি পেয়েছেন ৮.৫৮ শতাংশ ভোট। সচিন ও কোহলি পেয়েছেন যথাক্রমে ৫.৮১ ও ৪.৪৬ শতাংশ ভোট। মহিলাদেক মধ্য়ে মেরি কম পেয়েছেন ১০.৩৬ শতাংশ ভোট। এরপরেই রয়েছেন কিরণ বেদী, লতা মঙ্গেশকর, সুষমা স্বরাজ এবং দীপিকা পাড়ুকোন।