Monday, May 13, 2024
দেশ

কংগ্রেসের আয়োজিত জনমত সমীক্ষাতেই জয়, রিট্যুইট করলেন সুষমাই

নয়াদিল্লি: কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টে হওয়া জনমত সমীক্ষা রিট্যুইট করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার কংগ্রেস ট্যুইট করে ইরাকে ৩৯ ভারতীয়র মৃত্যু বিদেশমন্ত্রী হিসাবে সুষমার সবচেয়ে বড় ব্যর্থতা কিনা, প্রশ্নটি সামনে রাখে। ৩৩৮৭৯ জন এ ব্যাপারে মতামত জানান। তাঁদের ৭৬ শতাংশই বলেন ‘না’, বাকি ২৪ শতাংশের উত্তর ছিল ‘হ্যাঁ’। অর্থাৎ বেশিরভাগ মানুষই ইরাকে ৩৯ জন ভারতীয়র মৃত্যুকে সুষমার বড় ব্যর্থতা ভাবতে রাজি নন।

কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টে হওয়া জনমত সমীক্ষা

রাজনৈতিক বিরোধী শিবিরের চালানো পোলে তাঁর পক্ষেই বেশি সমর্থন থাকায় খুশি সুষমা ট্যুইটটি রিট্যুইট করেন। সঙ্গে ভোটের ফলাফলটা তুলে দিয়েছেন। যদিও কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্রধান দিব্যা স্পন্দনা বলেন, ‘‌বিজেপির লোকরাই ভোট দিয়েছেন। আসল কথা হচ্ছে যে ৩৯ জন ভারতীয় মারা গেছেন তাদের পরিবার এখন ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন।’‌

গত ২০ মার্চ সুষমা রাজ্যসভায় জানান, ২০১৪ সালে মসুল থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে অপহৃত ভারতের ৩৯ নির্মাণ কর্মীর সকলকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, একটি গণকবর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।