Sunday, May 12, 2024
দেশ

তল্পিতল্পা গুটিয়ে বিজেপির যাওয়ার সময় হয়েছে : মমতা

নয়াদিল্লি: ২০১৯ সালের সংসদ নির্বাচনের জন্য বিজেপির বিরুদ্ধে বিরোধীদলগুলোকে জোটবদ্ধ করার লক্ষ্যে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে রুখতে একের বদলে এক প্রার্থীর ফর্মুলা মমতার। লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির জোট তৈরিতে দিনভর দিল্লিতে তৎপরতা তৃণমূল নেত্রীর। যে রাজ্যে যে শক্তিশালী, তাকে সাহায্য করার পরামর্শ মমতার। মমতা এদিন পাঁচটি বিরোধী দলের সঙ্গে বৈঠক করেন। কাল বিজেপি-বিদ্রোহীদের সঙ্গে সাক্ষাৎ। মায়াবতী-অখিলেশরা ডাকলেও দৌত্যে রাজি বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।

দিল্লি সফরকালে মঙ্গলবার মমতা বলেন, বিজেপির এখন তল্পিতল্পা গুটিয়ে বাড়ি যাওয়ার সময় হয়েছে। এদিন তিনি শিব সেনা’র সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গেও দেখা করেছেন। প্রসঙ্গত, বর্তমানে বিজেপি জোটে থাকলেও ২০১৯ সালের আগেই জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি। বিভিন্ন নেতা-নেত্রীদের সঙ্গে কথা বলে মমতা সোজা চলে যান সংসদে তৃণমূলের ঘরে। বেশ কিছু ক্ষণ সেখানে কাটান নেত্রী। দলীয় সাংসদদের সঙ্গে কথা বলেন।

এরপর তৃণমূলনেত্রী দিল্লিতে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন। কথা বলেন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবের সঙ্গেও। কথা হয় শিবসেনার সঙ্গে। এর পরেই তিনি সাংবাদিক সম্মেলন করেন। আর সেখানে সব বিরোধীদের সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে জোট গড়ার কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মমতা বলেন, রাজনীতিবীদরা মিলিত হলে সেখানে রাজনৈতিক আলোচনা হবে, এটাই স্বাভাবিক। এখানে লুকোচুরির কিছু নেই। আগামী লোকসভা নির্বাচন ‘কৌতুহলোদ্দীপক’ হবে বলেও মন্তব্য করেন তিনি।