Sunday, May 12, 2024
দেশ

কর্ণাটকে বিধান সভা নির্বাচন ১২ মে

বেঙ্গালুরু: আগামী ১২ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ১৫ মে ফল প্রকাশ। এদিন মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত সাংবাদিক সম্মেলন করে দিনক্ষণ ঘোষণা করেছেন। কর্ণাটকে মোট ২২৪টি বিধানসভা আসন রয়েছে। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন। ২০১৩ সালের জয়ী দল কংগ্রেস ১২৩টি আসন পেয়ে রয়েছে। বিজেপির দখলে রয়েছে ৪৪টি আসন ও জেডিএসের দখলে রয়েছে ৪০টি আসন।

২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি জিতে ক্ষমতায় আসার পর মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড, আসাম, মণিপুরের মতো রাজ্য কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। কংগ্রেসের হাতে এখন যে চার রাজ্য রয়েছে, তার মধ্যে কর্ণাটক অন্যতম। আগামী বছর লোকসভা ভোটের আগে দক্ষিণ ভারতের এই রাজ্যের নির্বাচন মোদী-রাহুল লড়াইয়ের সেমিফাইনাল হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এবারের ভোটে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি ও জেডিএস ঐক্যবদ্ধ ভাবে লড়বে। এছাড়া আম আদমি পার্টিও কর্ণাটকে ভোটে প্রথমবার লড়বে বলে জানিয়েছে।