Sunday, April 28, 2024
রাজ্য​

ঝাড়গ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক নেতা-কর্মী

ঝাড়গ্রাম: পালে হাওয়া লাগলে তরী তো তরতরিয়ে চলবেই। বর্তমানে মোদীজীর অবস্থা ও তথইবচ। একের পর এক নেতা তার পালে বেশ হাওয়া দিয়ে যাচ্ছে। রবিবার ঝাড়গ্রামে বিজেপির এক সভায় যোগ দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র মণি ত্রিবেদী। সেখানেই তাঁর উপস্থিতিতে শতাধিক তৃণমূলকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা জিতেন্দ্র।

জিতেন্দ্র মণি বলেন, এই রাজ্যে সিপিএম তো কিছুই করেনি বিগত ৩৪ বছরে। সংখ্যালঘু উন্নয়নে কিছুই হয়নি। সংখ্যালঘুদের শুধু বোকা বানানো হয়েছে। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসলে সার্বিক উন্নয়ন হবে বলেও তিনি দাবি করেন।

জিতেন্দ্র মণি আরো বলেন, “আমি মনে করি পশ্চিমবঙ্গ প্রশাসনে যে দুর্নীতি চলছে তার জবাব একমাত্র বিজেপিই দিতে পারবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে সামিল হতেই ভারতীয় জনতা পার্টিতে এসেছি।”