Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

যমজ ভাইকে কারাগারে রেখে চম্পট

পেরুর একটি জেলখানায় নিজের যমজ ভাইকে রেখে পালিয়ে গিয়েছিলেন এক কয়েদি। বছরখানেক পর পুলিশ তাঁকে আবারও গ্রেপ্তার করেছে। আলেক্সান্ডার ডেলগ্যাডো নামের ওই কয়েদি শিশু নির্যাতন ও ডাকাতির মামলা ১৬ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। দেশটির রাজধানী উত্তর লিমার একটি কারাগারে তাঁকে রাখা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরে জানুয়ারিতে আলেক্সান্ডার ডেলগ্যাডোর যমজ ভাই জিয়ান কার্লো তাঁকে জেলখানায় দেখতে আসেন। আলেক্সান্ডার তাঁর যমজ ভাইয়ের কাপড় পরে জেল থেকে বের হয়ে যান। আর জিয়ান কার্লো জেলখানায় থেকে যান।

এরপর জিয়ান কার্লোকে সন্দেহ করে কারা কর্তৃপক্ষ। পরে আঙুলের ছাপ নিয়ে তাঁকে শনাক্ত করা হয়।

এখন আলেক্সান্ডার ডেলগ্যাডোকে দক্ষিণ লিমার একটি সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে রাখা হয়েছে। জেলখানা থেকে পালিয়ে যাওয়ার সহযোগিতায় অভিযোগে তাঁর ভাই জিয়ান কার্লোকেও একটি মামলায় গ্রেপ্তার করা হয়। যদিও পরে তদন্ত করে বড় ধরনের অপরাধ না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আলেক্সান্ডার স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি মাকে দেখার জন্য জেল থেকে পালানোর এই কৌশল নিই।’