Monday, May 6, 2024
দেশ

মুসলিমদের জন্যই দেশে জনসংখ্যা বাড়ছে: বিজেপি বিধায়ক

জয়পুর, ২ জানুয়ারি: মুসলিম সম্প্রদায়ের প্রতি বিতর্কিত মন্তব্য করলেন এক বিজেপি বিধায়ক। রাজস্থানের অলওয়ারের বিধায়ক বনওয়ারিলাল সিংহলের দাবি, দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী মুসলমানরাই।

সম্প্রতি বনওয়ারিলাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে লেখেন, ‘যে হারে দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তাতে ২০৩০ সালের মধ্যে দেশের মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। একটি হিন্দু পরিবারে এক থেকে দু’টি সন্তান থাকে। সেখানে মুসলিম পরিবারে ১২-১৩ কখনও ১৪টি সন্তানও দেখা যায়।’

এরপরই তিনি ‘আশঙ্কা’ প্রকাশ করে আরো লেখেন, ‘মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়লে দেশে হিন্দুদের অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে উঠবে।’

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলেও নিজের মত বদলাতে নারাজ ওই বিধায়ক। বরং পরে টাইমস অব ইন্ডিয়ার এক প্রশ্নের উত্তরে সিংহল অভিযোগ করেছেন, ‘হিন্দুরা টাকা খরচ করে শিশুর ভবিষ্যতের জন্য। তাদের লেখাপড়ার জন্য। আর মুসলিমরা অস্ত্র কেনার জন্য টাকা খরচ করেন।’ তবে, শেষ পর্যন্ত ফেসবুক পোস্টটি তুলে নেন ওই বিজেপি নেতা।