Thursday, April 25, 2024
খেলা

সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ নয়: সুষমা স্বরাজ

নয়াদিল্লি: সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট সিরিজ সম্ভব নয়। নতুন বছরের শুরুতেই সংসদে তা পরিস্কার জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

পররাষ্ট্র সংক্রান্ত এক পরামর্শক কমিটির বৈঠকে স্বরাজ বলেন, ‘আন্তঃসীমান্তে বিপুল পরিমাণ গোলাগুলির অব্যাহত থাকায় এখন ক্রিকেট সিরিজ আয়োজন বেমানান।’ দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে দীর্ঘদিন যাবত স্থগিত থাকা ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপন একটা বিকল্প হতে পারে কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর এবং বিদেশ সচিব কে জয়শঙ্কর। সেখানেই সুষমা স্বরাজ বলেন, সম্প্রতি ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। সেখানেই পাকিস্তানের তরফে জানতে চাওয়া হয়েছিল নিরপেক্ষ কোনও জায়গায় ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ শুরু করা সম্ভব কি না। জবাবে ভারতের বিদেশমন্ত্রী কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘‘সীমান্ত সন্ত্রাস চলছেই। একই সঙ্গে সীমান্তের ওপার থেকে যখন তখন ছুটে আসছে গোলা-গুলি। সেগুলো বন্ধ না হলে কোনও মতেই ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হওয়া সম্ভব নয়।’’