Sunday, April 28, 2024
জীবনযাপন

বিয়ে করার সঠিক বয়স কোনটি?

কেউ কেউ কৈশোরেই খুঁজে পান জীবনসঙ্গী। আবার কারো কারো মনের মানুষ খুঁজে পেতে কেটে যায় চল্লিশেরও বেশী বছর। বিয়ের বয়স না থাকলেও বিয়ে কতটা সফল হবে তা নির্ভর করে কত বছর বয়সে একজন বিয়ে করছেন তার উপর।

উটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস এইচ উলফিঙ্গার জানাচ্ছেন, যারা ২৮ থেকে ৩২ বছরের মধ্যে বিয়ে করেন, তাদের বিচ্ছেদের সম্ভাবনা কম। এই গবেষণায় উলফিঙ্গার ন্যাশনাল সার্ভে অভ ফ্যামিলি গ্রোথের ২০০৬- ২০১০ এবং ২০১১- ২০১৩ পর্যন্ত খতিয়ে দেখেন।

উলফিঙ্গার বলেন, বয়ঃসন্ধিকাল থেকে আমরা যত প্রাপ্তবয়স্কতার দিকে যাই তত বিচ্ছেদের সম্ভাবনা তত কমতে থাকে। ত্রিশের কোঠায় যারা বিয়ে করেন তারা প্রাপ্তমনস্কও হন, আর্থিকভাবেও সফল হন। এই গবেষণা অনুযায়ী ৩২ এর পর প্রতি বছরে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা পাঁচ শতাংশ করে বেড়ে যায়।