Monday, May 6, 2024
দেশ

ঋণখেলাপি কর্পোরেটদের বকেয়া মকুব হচ্ছে না: জেটলি

নয়াদিল্লি: বৃহৎ কর্পোরেট সংস্থাগুলির ঋণ মকুব করছে না সরকার। সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

জেটলি জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আর শোধ করেননি, এমন ঋণখেলাপি পুঁজিপতিদের থেকে টাকা ফেরাতেও উদ্যোগী কেন্দ্র এবং সেই অঙ্ক কম করে পৌনে দু লক্ষ কোটি টাকা। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে নাম না করেই জেটলি এদিন বিগত ইউপিএ সরকারকেও একহাত নেন তিনি। অর্থমন্ত্রী বলেন, জনগণের অবশ্যই জানা দরকার, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে কাদের নির্দেশে কিংবা চাপে ওইসমস্ত ঋণ মঞ্জুর করা হয়েছিল? যা এখন নন পারফর্মিং অ্যাসেটে (এনপিএ) পরিণত হয়েছে।