Saturday, April 20, 2024
খেলা

মহিলা ভারোত্তোলনে বিশ্বজয়ী মীরাবাঈ চানু

নয়াদিল্লি: দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর ভারোত্তোলনে ভারতকে স্বর্ণপদক এনে দিলেন মণিপুরের মেয়ে মীরাবাঈ চানু। আমেরিকার অ্যানাহিমে বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় সোনা পেয়েছেন তিনি।

স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৯ কেজি- মহিলাদের ৪৮ কেজি বিভাগে সব মিলিয়ে মীরাবাঈ তোলেন ১৯৪ কেজি। জাতীয় রেকর্ডও গড়েছেন মীরাবাঈ।

মীরাবাঈ চানু

মীরাবাঈ চানুর আগে ১৯৯৪ ও ৯৫-এ পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হন অলিম্পিকে পদকজয়ী ভারোত্তোলক কর্ণম মালেশ্বরী।

প্রসঙ্গত, ডোপ সংক্রান্ত কেলেঙ্কারিতে ফেঁসে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারেনি রাশিয়া, চিন, কাজাখস্তান, ইউক্রেন ও আজারবাইজানের মত ভারোত্তোলনে সেরা দেশগুলি।