Friday, April 26, 2024
দেশ

মোরবিতে গিয়ে গন্ধে নাকে রুমাল চাপা দিয়েছিলেন ইন্দিরা: নরেন্দ্র মোদী

মোরবি: গুজরাট বিধানসভা নির্বাচন ‌যত এগিয়ে আসছে ততই সুর চড়ছে নরেন্দ্র মোদীর। গতকাল প্রধানমন্ত্রীকে জিএসটি খোঁচায় বিঁধেছিলেন রাহুল গাঁধী। ‘গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’কে ফের ‘গব্বর সিংহ ট্যাক্স’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল। সেই কটাক্ষের জবাবে বুধবার মোরবির জনসভা থেকে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে মোদী বলেন, ‘‘দেশকে যাঁরা লুঠ করেছেন, ডাকাতির কথা তো তাঁদের মনেই আসবে।’’

প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময়ে এখানে এসেছিলেন ইন্দিরা গান্ধী। এই এলাকার গন্ধে তিনি নাকে রুমাল চাপা দিয়েছিলেন। সেই ছবি চিত্রলেখা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। এখন সেই অবস্থা নেই। এলাকা থেকে এখন সুগন্ধ নাকে আসে। এই সুগন্ধ মানবিকতার সুগন্ধ।‘ একথা বলে প্রধানমন্ত্রী কংগ্রেসের ‘এলিট’ মনভাবকেই কটাক্ষ করেন।

মোদী বলেন, এই রাস্তা তাঁদের নেতাকর্মীদের কাছে পবিত্র রাস্তা। আর ওই গন্ধ মানবতার গন্ধ। সুখের দিন হোক বা দুঃখের, মোরবির মানুষের পাশে সবসময় থাকবেন বলেও সকলকে আশ্বস্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন উন্নয়ণের কথাও টেনে আনেন। বলেন, নির্বাচনে জেতার জন্য আমরা ভোটে লড়ি না। ‌যাদের ভোটে ক্ষমতায় এসেছি তাদের সেবা করাই আমাদের লক্ষ্য।