Tuesday, April 30, 2024
দেশ

মুঘলদের পর এবার পাঠ্যবই থেকে বাদ আবুল কালাম আজাদের নাম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস বই থেকে মুঘলদের নাম বাদ দেওয়া নিয়ে দেশজুড়ে আলোচনা হচ্ছে। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এবার এনসিইআরটি-র রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের (Maulana Abul Kalam Azad) নাম।

অভিযোগ, নয়া শিক্ষাবর্ষে দিল্লি বোর্ডের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের কোথাও নেই আজাদের নাম। অথচ ওই বইয়ের প্রথম অধ্যায়ে ‘সংবিধান— কেন এবং কী ভাবে’ তে ছিল সংবিধান সভার বিভিন্ন সমিতির বৈঠকে সচরাচর উপস্থিত থাকতেন জহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এবং বিআর অম্বেদকর।” কিন্তু পরিমার্জিত সংস্করণে সবার নাম থাকলেও নেই আজাদের নাম।

এই প্রসঙ্গে ঐতিহাসিক ইরফান হাবিব বলেন, “দেশের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে কালাম বিনামূল্যে দেশের সব পড়ুয়াকে পড়াশোনার সুযোগের বিষয়টি নিশ্চিত করেছিলেন। গণপরিষদ বা সংবিধান সভার একাধিক আলোচনাতেও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আজাদ। পাঠ্যবই থেকে তাঁর নাম বাদ দেওয়াটা দুর্ভাগ্যজনক।”

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে চালু হওয়া আজাদ বৃত্তিও বন্ধ করে দেওয়া হয়েছে। এ কথাও তুলে ধরেন ইরফান হাবিব।