Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, ২০৭০ সালের মধ্যে শীর্ষে থাকবেন মুসলিমরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মার্কিন জনমত জরিপ ও গবেষণা সংক্রান্ত সংস্থা পিউ রিসার্চ সেন্টার (Pew Research Center) সম্প্রতি একটি রিপোর্ট সামনে নিয়ে এসেছে। তাতে বলা হয়েছে, বর্তমান বিশ্বের সবথেকে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা। এভাবে চলতে থাকলে ২০৭০ সালের মধ্যে খ্রিস্টানদের টপকে ধর্মাবলম্বীদের মধ্যে শীর্ষে থাকবেন মুসলিমরা।

২০১০ সালের হিসেব অনুযায়ী, বর্তমানে বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বীরাই সংখ্যায় সবথেকে বেশি। গোটা বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা ২২০ কোটি। দ্বিতীয় স্থানে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ১৬০ কোটি। রিপোর্ট বলছে, আগামী দশকগুলিতে মুসলিম জনসংখ্যা ৭৩ শতাংশ হারে বাড়বে। সেখানে খ্রিস্টানদের বাড়তে পারে ৩৫ শতাংশ হিসেবে।

বর্তমানে বিশ্বে মুসলিম জনসংখ্যা ২০০ কোটি। যা আগামী ৫০ বছরে বেড়ে ২৮০ কোটি হতে হয়ে যেতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে।