Friday, April 19, 2024
দেশ

‘ধর্ম দেখে এনকাউন্টার করছে বিজেপি’, বিস্ফোরক অভিযোগ ওয়াইসির, আর কি বললেন শুনুন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার যোগী রাজ্য উত্তরপ্রদেশে ফের এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের (Atiq Ahmed) ছেলে-সহ ২ জনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। এরপরেই এনকাউন্টার ইস্যুতে বিজেপিকে একহাত করে নিলেন এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার বিজেপির তীব্র নিন্দা করেছেন ওয়াইসি। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যারা জুনায়েদ ও নাসিরকে খুন করেছে তাদেরও কি বিজেপি গুলি করবে? বিজেপি কি জুনায়েদ ও নাসিরের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের এনকাউন্টার করবে? না, কারণ বিজেপি ধর্ম দেখে এনকাউন্টার করে।”


ওয়াইসি আরো বলেন, “আপনি যদি আইনের শাসনকে দুর্বল করতে চান তবে সংবিধানের সাথে ‘এনকাউন্টার’ করুন। কেন আমাদের আদালত আছে… আইন… সিআরপিসি (কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর), আইপিসি (ভারতীয় দণ্ডবিধি) এবং বিচারক? আপনি এনকাউন্টারকে বেছে নিয়েছেন। এমন ক্ষেত্রে আদালত কী করবে? এটা তাদের দায়িত্ব। আপনার কাজ হল খুনিদের ধরা… যদি কেউ খুন করে, তবে তাদের জেলে ঢোকান।”