Sunday, May 5, 2024
দেশ

রাম নবমীর আগে অযোধ্যার নির্মাণাধীন রাম মন্দিরে পরিদর্শনে যোগী আদিত্যনাথ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। রবিবার সকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরে পরিদর্শনে যান। সেখানে তিনি প্রথমে হনুমানগড়িতে একটি সুখী এবং সুন্দর উত্তরপ্রদেশের জন্য প্রার্থনা করেন। এরপর মুখ্যমন্ত্রী রামলালার দর্শন করেন, আরতি ও পরিক্রমায় অংশ নেন।

আধিকারিকদের কাছ থেকে রাম মন্দির নির্মাণের অগ্রগতি সম্পর্কেও খোঁজ খবর নেন তিনি। জানান, রাম মন্দির নির্মাণের 70 শতাংশ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ছয় বছর আগে 19 মার্চ গোরক্ষপীঠধীশ্বর মহন্ত যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয় 18 মার্চ, 2017 তারিখে। পরের দিন 19 মার্চ তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।

18 মার্চ, 2023 যোগী আদিত্যনাথ কালভৈরবের প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন ৬ বছরে 100 তম বার কাশীতে বাবা বিশ্বনাথ মন্দিরে যান এবং প্রণাম করেন। 19 মার্চ তিনি অযোধ্যা সফর করলেন এবং হনুমানের কাছে প্রার্থনা করেন।