Saturday, May 4, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশ: কোরআন ছুঁয়ে শপথ করায় হিন্দু কিশোর গ্রেফতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুরে কোরআন ছুঁয়ে শপথ করার ভিডিও প্রকাশ করার অভিযোগে রূপক রায় (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, কোরআন ছুয়ে অনলাইন জুয়ায় বাজি ধরেছিলেন ওই কিশোর। সেই ভিডিও প্রকাশ করে ওই কিশোর। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, সৈয়দপুর শহরের কয়া মিস্ত্রিপাড়ার দুর্গামন্দির এলাকার মৃত রথিন রায়ের ছেলে রূপক রায়। সে দিনাজপুরের ইকোসার্ভ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। রূপক রায় অনলাইন জুয়ায় আসক্ত। গত ১২ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের আইডিতে একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে পবিত্র কোরআন শরিফ হাতে শপথ করে জুয়াড়িদের উদ্দেশে বলে, ‘কোরআনের শপথ করে বলছি, যারা এই অনলাইন জুয়ায় অংশ নেবেন তারা প্রতারিত হবেন না, লাভবান হবেন।’

গত সোমবার (১৩ মার্চ) ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয় ওই কিশোরের বিরুদ্ধে। এরপর মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।

তথ্যসূত্র: কালের কণ্ঠ