Sunday, May 5, 2024
কলকাতাদেশ

হাওড়া ব্রিজের কাছে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ২০ ইঞ্জিন

হাওড়া: মঙ্গলবার রাতে হাওড়া ব্রিজের কাছে আর্মেনিয়ান ঘাটে একটি ফাঁকা গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কয়েক হাজার বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা দমকলের ২০ ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, এখনও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

দমকল ও পুলিশ সূত্রে খবর, রাত ৮টা নাগাদ ফাঁকা ওই গুদামটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা তীব্র আকার নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর হাওড়া ব্রিজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। যার জেরে স্ট্যান্ড রোডে তুমুল যানজট তৈরি হয়।

তবে, অগ্নিকাণ্ডের সূত্রপাত্‍‌ কীভাবে, তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। কোনওভাবে তা থেকেই আগুন লেগে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৯টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার-সহ দমকলের পদস্থ আধিকারিকরা।