Friday, March 29, 2024
আন্তর্জাতিক

কাবুলে টিভি স্টেশনে হামলায় নিহত ২, আইএসের দায় স্বীকার

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টিভি স্টেশনে পুলিশ ছদ্মবেশে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে কাবুলের শামশাদ টেলিভিশনের হেডকোয়ার্টারের ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন আইএস। জঙ্গি সংগঠনটির মুখপত্র হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সির মাধ্যমে তারা হামলার দায় স্বীকার করে।

বিবিসি খবরে বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলটিতে পুলিশি তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। চ্যানেলের সম্প্রচার আপাতত বন্ধ রাখা হয়েছে।

টিভি স্টেশনটির প্রধান কার্যালয়ে ১০০-এর বেশি কর্মী কর্মরত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী এলোপাতাড়ি গুলি ছোড়ে ও গ্রেনেড নিক্ষেপ করে। এরপরই এক বন্দুকধারী ভেতরে প্রবেশ করে। পশতু ভাষার টেলিভিশন চ্যানেলটিতে হামলা হওয়ার সময় স্ক্রিন স্থির হয়ে থাকতে দেখেন দর্শকরা।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার ঘটনায় দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে কাবুল বারবার তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছে। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য আফগানিস্তান বিশ্বের মধ্যে অন্যতম বিপজ্জনক একটা দেশ।