Saturday, April 27, 2024
আন্তর্জাতিক

জাপানে সাধারণ নির্বাচন আজ

সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে জাপানে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ৮টা পর্যন্ত। ৪৬৫টি আসনে লড়ছেন প্রায় এক হাজার প্রার্থী। বিবিসির খবরে বলা হয়েছে, রাতেই ফল পাওয়া যাবে বলে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার জনপ্রিয়তা যাচাইয়ে এ নির্বাচনের ডাক দেন। প্রাক-নির্বাচন জরিপের ফল বলছে, নির্বাচনে শিনজো অ্যাবেই জয়লাভ করতে যাচ্ছেন।

নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই নির্বাচন ডাকা প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, জনতার রায় নিয়েই তার দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) উত্তর কোরিয়ার সঙ্গে ‘জাতীয় সংকট’ এবং জাতীয় বিভিন্ন বিষয়ের সমাধান করতে চায়।

২০১২ সালে সাধারণ নির্বাচনে জয়লাভের পর এ নিয়ে দুই দফায় আগাম নির্বাচন ডাকলেন অ্যাবে। এর আগে ২০১৪ সালেও আগাম নির্বাচন ডাকেন তিনি। ২০১৮ সালে চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার কথাছিল।