Friday, April 26, 2024
আন্তর্জাতিক

পাবলো নেরুদার মৃত্যু ‘ক্যান্সারে হয়নি’

বিশ্বখ্যাত কবি পাবলো নেরুদার মৃত্যু ক্যান্সারে হয়নি বলে দাবি করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি নেরুদার দেহাবশেষ থেকে নমুনা নিয়ে সম্প্রতি পরীক্ষা করে গবেষক দল এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭৩ সালে মৃত্যু হয় নোবেল বিজয়ী নেরুদার। ওই সময় তার ব্যক্তিগত গাড়িচালক ম্যানুয়েল আরাইয়া জানিয়েছিলেন শরীরে বিষ প্রয়োগের কারণেই মারা যান তিনি।

মৃত্যুর চার দশকেরও বেশি সময় পর নতুন পরীক্ষা-নিরীক্ষা করে এখন বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারে তার মৃত্যু হয়নি। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তারা।

স্পেনের ফরেনসিক বিশেষজ্ঞ লুনা বলেছেন, তারা নেরুদার দেহাবশেষে এক ধরনের ব্যাকটেরিয়া পেয়েছেন, যা গবেষণাগারে তৈরি বলে তাদের মনে হচ্ছে। মৃত্যু ঘটাতে এই ব্যাকটেরিয়াই নেরুদার দেহে প্রবেশ করানো হয়েছিল কি না, সেই গবেষণা এখন চালাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, এই কবি ক্যান্সারে আক্রান্ত হয়েছিল সেটি সত্য। তবে সেটি প্রাণঘাতী পর্যায়ে পৌঁছেছিল না।

বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলবে। আর সেসব ফল আসতে এক বছর সময় লেগে যেতে পারে।

চিলির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সালভেদর আয়েন্দের ঘনিষ্ট ছিলেন তিনি। চিলিতে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের ১২ দিন পর এবং রাজনৈতিক আশ্রয়ে ম্যাক্সিকোতে পাঠানোর প্রস্তাবের তিন দিনের মাথায় ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যু হয় পাবলো নেরুদার।