Saturday, May 18, 2024
রাজ্য​

পুজোর আগে বাংলায় আসছেন অমিত শাহ

কলকাতা: করোনা আবহেও দুর্গা পুজোকে ঘিরে উৎসবের আমেজ। পাশাপাশি, বেজে গিয়েছে ২০২১ রাজ্যের বিধানসভা ভোটের দামামা। পুজোর মরশুমকেই নির্বাচনী প্রচোরণার মঞ্চ হিসেবে কাজে লাগাতে চাইছে সব পক্ষই। বিজেপি তাঁদের নবান্ন চলো অভিযানের পর এবার আরও বড় পদক্ষেপ করতে চলেছে। ভোটের মুখেই রাজ্য আসছেন অমিত শাহ।

এদিকে, বোধনে জনতার উদ্দেশ্যে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দুর্গা পুজোয় সামিল হয়ে আম বাঙালির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বিজেপি নেতার কথায়, আমরা প্রধানমন্ত্রীকে ষষ্ঠীর দিন বিকালে বাঙালির উদ্দেশ্যে বার্তা দিতে অনুরোধ করছি। কারণ ওই দিনই ভগবান রাম অকালবোধন করেছিলেন দেবী। তারপর গিয়েছিলেন সীতা উদ্ধারে। এছাড়া ষষ্ঠীর দিনই দেবীকে দৃষ্টিদান করা হয়।

নবান্ন অভিযান থেকে উৎসাহ পেয়ে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। মোদীর ভার্চুয়াল সভার পাশাপাশিই তাঁদের অস্ত্র অমিত শাহের ভোকাল টনিক। পুজোর আগেই গেড়ুয়া-গড় উত্তরবঙ্গ সফর করবেন অমিত শাহ। তাঁর সফরের লক্ষ্য- দলীয় কর্মীদের চাঙ্গা করা।

বিজেপি সূত্রে খবর, অমিত শাহ সভা করবেন দক্ষিণবঙ্গেও। নবান্ন অভিযানে বিজেপির পালে যে হাওয়া লেগেছে তাকেই কাজে লাগাতে চাইছে তাঁরা। তাছাড়া অমিত শাহের সভা থেকেও ভোটের আগে বিজেপির অবস্থা কি সেটা নিরক্ষণ করতে সাহায্য করবে। কোন এলাকায় কেমন প্রভাব এবং কোথায় প্রচারে আরও জোর দেওয়া উচিৎ তারও একটা ব্লু প্রিন্ট পাওয়া যাবে।