Friday, May 3, 2024
দেশ

গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ দিতে প্রধানমন্ত্রীর নয়া প্রকল্প ‘সৌভাগ্য যোজনা’

দিল্লি, ২৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকল্পের তালিকায় নতুন সংযোজন “সৌভাগ্য যোজনা”। ‘সহজ বিজলি হর ঘর যোজনা’ -এর মাধ্যমে দেশের প্রতিটি গরিব পরিবার বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন। আজ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এই প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৮ সালের মধ্যে বিনামূল্যে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

“সৌভাগ্য যোজনা” প্রকল্পটি জন্য মোট ১৬ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে গ্রামের দরিদ্র পরিবারগুলির জন্য ১৪,০২৫ কোটি এবং শহরের পরিবারগুলির জন্য ২,২৯৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৬০ শতাংশ এবং রাজ্যগুলি প্রকল্পটির জন্য ১০শতাংশ অর্থ দেবে৷ এছাড়া বাকি টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে৷

প্রধানমন্ত্রী বলেেন, রিপোর্ট অনুযায়ী দেশের ৪ কোটি পরিবার এখনও বিদ্যুৎহীন। তাঁরা যেন অষ্টাদশ শতাব্দীতে বাস করছে। তাঁর মতে, সৌভাগ্য যোজনা প্রকল্পের মাধ্যমে সৌভাগ্য ফিরে আসবে।