Friday, May 3, 2024
দেশ

৮৫ বছর বয়সে ইচ্ছাপূরণ, শয্যাশায়ী মা’কে স্ট্রেচারে করে তাজমহল দেখালেন ছেলে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইচ্ছে ছিল তাজমহল দেখার। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় শারীরিক অসুস্থতা। গত ৩২ বছর ধরে শয্যাশায়ী। কিন্তু ছেলেও দমে যাওয়ার পাত্র নয়। রীতিমতো স্ট্রেচারে করে শয্যাশায়ী মায়ের ইচ্ছেপূরণ করলেন ছেলে।

জানা গেছে, গুজরাটের কচ্ছ জেলার বাসিন্দা ওই মহিলা দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছেন। তাই চলাফেরা করতে পারেন না। কিন্তু বহুদিন ধরে ছেলের কাছে বায়না ধরে আসছিলেন আগ্রার তাজমহল দেখবেন। মায়ের ইচ্ছেপূরণ করতে স্ট্রেচারে করে তাজমহলে নিয়ে যাওয়া হয় ওই শয্যাশায়ী মহিলাকে।

তবে, স্ট্রেচারে করে তাজমহলে প্রবেশ অতটা সহজ হয়নি ওই মহিলার। প্রথমে অনুমতি দেয়নি তাজমহল কর্তৃপক্ষ। তাজমহলে হুইল চেয়ারে ঢোকার অনুমতি দেওয়া হয়ে থাকে। কিন্তু স্ট্রেচারে নয়। তবে শেষপর্যন্ত ছেলের অনুরোধে এবং মহিলার শারীরিক অবস্থা বিবেচনা করে স্ট্রেচারে করে তাজমহলে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

মায়ের ইচ্ছাপূরণ করতে পেরে খুশি ছেলেও। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে মা তাজমহল দেখার ইচ্ছাপ্রকাশ করছিলেন। তাঁর ইচ্ছেপূরণ করতে স্ট্রেচারে করে তাজমহল দর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।’

এদিকে, হৃদয়স্পর্শী এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়। নেটিজেনরা ভূয়সী প্রশংসা করেছেন ইব্রাহিমের। অনেকেই তাকে আধুনিক যুগের ‘শ্রবণ কুমার’ বলে অভিহিত করেছেন। অনেকে আবার বলেছেন, ‘এমন সন্তান প্রত্যেক ঘরে ঘরে জন্ম নিক! তবেই পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে!’