Tuesday, May 21, 2024
রাজ্য​

ক্যানিংয়ের আড়তে ৭৮ কেজির তেলিয়া ভোলা বিক্রি হলো ৩৭ লাখ টাকায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এক কিংবা দুই-তিন কেজি নয়, ৭৮ কেজির তেলিয়া ভোলা মাছ ধরা পড়ল সুন্দরবনের মৎসজীবীদের জালে। ক্যানিংয়ের আড়তে (canning market) তোলা হয় দৈত্যাকার মাছটিকে। এর আগে এত বড় মাছ শেষ কবে বাজারে এসেছে তা মনে করতে পারছিলেন না কেউই। দানব আকৃতির মাছটিকে দেখতে এত পরিমাণ মানুষের ভিড় হয় যে পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করে।

জানা যায়, শুক্রবার সকালে গোসাবার সোনাগাঁ থেকে মাছ ধরতে যানন পাঁচ মৎসজীবী। শনিবার সকালে কপুরা নদীর কাছে তেরো বাঁকের খালে তাঁদের জালে ধরা পড়েছিল তেলিয়া ভোলা মাছটি। এত বড় মাছ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন মৎস্যজীবী বিকাশ বর্মন, রাহুল বর্মন, সৈকত বর্মন, কমলেশ বর্মন এবং দুলাল বর।

তেলিয়া ভোলা মাছ

শনিবার সন্ধ্যায় বিশাল আকারের মাছটিকে ক্যানিংয়ের আড়তে তোলেন মৎস্যজীবী। ৭ ফুটের মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। বিশাল আকারের মাছটিকে দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান আড়তে। অনেকেই মাছটির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ মাছটিকে জড়িয়ে ধরে শুয়ে আবার কেউ মাছটিকে কাঁধে নিয়ে ছবি তোলেন। জানা গেছে, ক্যানিং বাজারে কেজি প্রতি ৪৯,৩০০ টাকা দর ওঠে এই মাছের। মাছটি ৩৭ লাখ ৫৩ হাজার ৮১১ টাকায় বিক্রি হয়েছে।

আড়ৎদারদের দাবি, ৪০-৫০ কেজি ওজনের মাছ আড়তে এলেও এত বড় তেলিয়া ভোলা মাছ এর আগে ক্যানিং বাজারে কখনও আসেনি। কলকাতার কেএমপি ৩৭ লাখ ৫৩ হাজার ৮১১ টাকায় মাছটি কিনে নেয়। ওষুধ প্রস্তুত করতে মাছটির বিভিন্ন অংশ ব্যবহৃত হবে বলে জানা গেছে।