Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

জাল বাংলাদেশি পাসপোর্টসহ ভারতে ঢোকার চেষ্টায় ৫ রোহিঙ্গা আটক

ঢাকা: জাল পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকতে গিয়ে বাংলাদেশ সীমান্তে আটক ৫ রোহিঙ্গা মুসলিম। শুক্রবার ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন মো. আলিম (২১), আয়াজ (২১), সাদেক (২০), শাকের (২৪) ও হারেজ (২৪)। পরে এদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।

জানা গিয়েছে, দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পুলিশের কাছে আটক হয়। তাদের কথাবার্তায় অসঙ্গতি বেরিয়ে পড়ায় নথিপত্র পরীক্ষা করে দেখা যায়, তারা যা বলছে, তার সঙ্গে পাসপোর্টের তথ্য মিলছে না। এরপর তাদের তুলে দেওয়া হয় দামুরদহ পুলিশের হাতে। প্রাথমিক জেরায় তারা স্বীকার করে যে, তারা রোহিঙ্গা, কক্সবাজারের উদ্বাস্তু শিবিরের বাসিন্দা।

দামুরদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, জাল বাংলাদেশি পাসপোর্ট, ভিসা নিয়ে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। কুমিল্লা থেকে পাসপোর্ট, চট্টগ্রাম থেকে ভিসা সংগ্রহ করে পাঁচজন। জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।